×

জাতীয়

দেশে নির্বাচনের জোয়ার বইছে : প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

দেশে নির্বাচনের জোয়ার বইছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে; এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সরকার সংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০–১৫ বছর সময় লেগেছে। নেপালে সংস্কারের জন্য ৯ বছর লেগেছিল।

আরো পড়ুন : দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

নারী ও শ্রমিক প্রতিনিধিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, জুলাই জাতীয় সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই বলে ধারণা থাকলেও বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধি এতে অন্তর্ভুক্ত।

প্রেস সচিব বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যেই শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে উল্লেখ করেন। রেল খাতে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের কথাও উল্লেখ করে তিনি জানান, দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিক করতে এসব প্রকল্প নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির প্রসঙ্গেও তিনি রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং জনগণকে লক্ষ্য করে সহিংসতা চালাচ্ছেন; রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গণবিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App