×

জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

একদিন আগেই (শুক্রবার) স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। এতে প্রাণ হারিয়েছেন ১০ জন। সেই দুঃসহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসছে ঘূর্ণিঝড়। আগামী মাসের প্রথম সপ্তাহেই এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লিখেছেন, ‘চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।’

মোস্তফা কামাল পলাশ আরও লেখেন, ‘সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সেজন্য সমুদ্রগামী জেলেদের ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন কানাডা প্রবাসী এই আবহাওয়াবিদ। একইসঙ্গে ২৯ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শও দিয়েছেন।

আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা দেশের বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, স্ট্রেইট অব মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া একটি লঘুচাপ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল পরিবেশে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় প্রবেশ করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, এটি আরও ঘনীভূত হয়ে ২৫-২৭ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হতে পারে ‘সেনিয়ার’। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির জনসমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির জনসমাবেশ

চাঁদপুর-২ আসনে এনসিপির হয়ে লড়তে চান ফয়জুন্নুর

চাঁদপুর-২ আসনে এনসিপির হয়ে লড়তে চান ফয়জুন্নুর

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App