যেকারণে রাজধানীতে তীব্র গ্যাস সংকট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
ছবি : সংগৃহীত
মিরপুর রোডে গ্যাসের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ তৈরি হয়। ওই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ সমস্যা চলমান রয়েছে। এতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এর মধ্যেই নতুন করে মিরপুর রোডের এই ঘটনায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে স্থাপিত একটি বিতরণ গ্যাস পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশ করে।
এ ছাড়া রাজধানীতে গ্যাসের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
