তীব্র শীতে কুড়িগ্রামে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামে টানা কয়েক দিনের তীব্র শীত ও হিমেল বাতাসে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন ও দরিদ্র আয়ের মানুষ। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। রাত থেকে সকাল পর্যন্ত হিমশীতল বাতাসে কাঁপুনি বাড়ছে, আর সূর্যের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আশিক মিয়া বলেন, শীতের কারণে সকালে রিকশা নিয়ে বের হতে পারছেন না তিনি। আয় কমে যাওয়ায় সংসারে অভাব নিত্যসঙ্গী হয়ে উঠেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তিনি।
আরো পড়ুন : সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আছিয়া বেগম বলেন, প্রচণ্ড ঠান্ডায় কাজ করা যাচ্ছে না। ছোট বাচ্চাদের নিয়ে ঘরের বাইরে বের হওয়াও কষ্টকর হয়ে পড়েছে।
একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাবু মিয়া বলেন, তিনি বিলে ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু শীতের কারণে কয়েক দিন ধরে ঠিকমতো মাছ ধরতে পারছেন না, ফলে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে।
এদিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে তার ছেলের ডায়রিয়া দেখা দিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার নয়টি উপজেলায় আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, জেলার নয়টি উপজেলায় মোট ২৫ হাজার শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
