×

জাতীয়

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ র‌্যাংকিংয়ে এমন চিত্র উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম দুর্বল পাসপোর্ট হিসেবেও স্থান পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে।

ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। মোট ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারির সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ওপর ভিত্তি করে দেশগুলোর পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করে থাকে।

র‌্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—এই পাঁচ দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ের নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৫টি দেশে প্রবেশ করতে পারেন। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮৪টি।

আরো পড়ুন : বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

তালিকার একেবারে নিচে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশ মালদ্বীপ, যার অবস্থান ৫২তম। মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান।

উল্লেখ্য, হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বব্যাপী ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা: কাতার

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের আশঙ্কা: কাতার

জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ

মানবতাবিরোধী অপরাধ জিয়াউল আহসানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App