×

পাকিস্তান

পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৫৪ এএম

পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি : সংগৃহীত

   

ভারতের সামরিক হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই র‌্যাংক পেলেন তিনি।

মঙ্গলবার (২০ মে) তাকে এ স্বীকৃতি দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র‌্যাংক ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। ১৯৬৫ সালের পর প্রথমবার দুর্লভ এ সামরিক র‌্যাংক পেলেন আসিম মুনির।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, মার্কা-ই-হক ও অপারেশন বুনইয়া-নুম-মারসুসের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনিরের এ পদোন্নতি অনুমোদন করেছে সরকার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক সভার পর এ বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, আসিম মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধকৌশল সমন্বয় করেছেন। সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা দেখিয়েছেন। সেনাপ্রধানের অনন্য নেতৃত্বের জন্য ধন্যবাদ। মারকা-ই-হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান।

আসিম মুনিরের এ র ্যাংক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন।

আরো পড়ুন : গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৫৩ হাজার

ফিল্ড মার্শাল র‌্যাংক গ্রহণ করে জেনারেল আসিম মুনির বলেন, সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তার এ অর্জন সমগ্র জাতির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক ও বেসামরিক শহিদদের।

পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ সম্মান সমগ্র জাতির আস্থা, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন। এটি কোনো ব্যক্তির সম্মান নয়, বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান।

আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র‌্যাংক ছাড়াও পাকিস্তানের বিমানবাহিনী প্রধান মার্শাল জহর আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষে ফের ওই দায়িত্বেই রাখার ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে অপারেশন চলার সময়ে সেবা দেওয়া সেনা কর্মকর্তা, সেনা সদস্য, প্রবীণ সামরিক কর্মকর্তা, শহিদ ও বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের উচ্চপর্যায়ের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাখাইনে মানবিক করিডোর নিয়ে অবস্থান স্পষ্ট করলো অন্তর্বর্তী সরকার

রাখাইনে মানবিক করিডোর নিয়ে অবস্থান স্পষ্ট করলো অন্তর্বর্তী সরকার

গার্মেন্টস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিলেন শ্রম উপদেষ্টা

গার্মেন্টস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিলেন শ্রম উপদেষ্টা

আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির নেতাকর্মীরা

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App