×

খেলা

আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:০০ পিএম

আমিরাতের বিপক্ষে ‘ফাইনালে’ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ-আমিরাত ম্যাচ

   

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, পারভেজ হোসেন ইমনের রেকর্ড সেঞ্চুরিতে ২৭ রানের জয় দিয়ে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজটি ইতোমধ্যে সমতায় রয়েছে। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি আকস্মিক অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।

নতুন অধিনায়ক লিটন দাসের এটি প্রথম অ্যাসাইনমেন্ট। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি। তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না।

গেল ৭ বছরে কেবল দু’বারই সিরিজ নির্ধারণী ম্যাচে জিতেছে টাইগাররা। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১৯ রানে জিতে শিরোপা উল্লাস করেছিল।

এছাড়া সবশেষ ২০২১ সালের ২৫ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল টিম টাইগার্স। এরপর থেকে এগিয়ে থেকেও সিরিজ বাঁচানো হয়নি বাংলাদেশের। কিন্তু আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা।

ইতিহাস পুনর্লিখনে, এই ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। আজ একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইমন। হাসান মাহমুদও স্বাভাবিকভাবেই একাদশে ফিরতে পারেন। তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। একমাত্র অলরাউন্ডার হিসেবে শামীম পাটোয়ারি থাকছেন।

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

ভারত-পাকিস্তানের যুদ্ধে ফায়দা লুটেছে চীন

ভারত-পাকিস্তানের যুদ্ধে ফায়দা লুটেছে চীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App