কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-আজারবাইজান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:৪১ এএম

ছবি : সংগৃহীত
দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও আজারবাইজান। আজারবাইজানের লাচিন শহরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই অঙ্গীকার পুনরায় প্রকাশ করেন।
মঙ্গলবার (২৭ মে) এ বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতাসহ সামগ্রিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উভয় নেতা এই ক্ষেত্রে চলমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, যেকোনো পরিস্থিতিতে পাকিস্তান ও আজারবাইজান পরস্পরের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই বন্ধন অটুট থাকবে। তিনি আজারবাইজানকে তাদের জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনার সময় আজারবাইজানের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো পড়ুন : পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২
বৈঠকে আজারবাইজান-পাকিস্তান-তুর্কি ত্রিপক্ষীয় বৈঠকের পূর্বপ্রস্তুতি হিসেবেও আলোচনা হয়। এ প্রেক্ষাপটে লাচিনে এই বৈঠকটি প্রতীকী তাৎপর্য বহন করে বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ।
দুই নেতা পারস্পরিক বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন এবং কৌশলগত অংশীদারত্বকে আরো বহুমাত্রিক করে তুলতে যৌথ উদ্যোগের আহ্বান জানান। উভয় দেশই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিনিময়ে সম্মত হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে দুই নেতা একযোগে কাজ চালিয়ে যাওয়ার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে অভিন্ন স্বার্থে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফতেমি।