পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সৈন্য নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রত্যন্ত এক এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্স।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা গাড়িবহর নিয়ে আফগান সীমান্ত লাগোয়া দুর্গম এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হামলার শিকার হন তারা। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত চারজন আহত হয়েছেন।
পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও তুলেছে। ইসলামাবাদ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।
আরো পড়ুন : পাকিস্তানে পৃথক ৩ সন্ত্রাসী হামলায় নিহত ২২
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
সাধারণত পাকিস্তানের ওই এলাকায় সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে কারফিউ জারি করা হয়। স্থানীয় প্রশাসন জঙ্গিদের সক্রিয় অবস্থানকে দৃষ্টিতে রেখে এ ধরনের পদক্ষেপ নিয়মিত গ্রহণ করে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তানি তালেবানকে আফগান তালেবান প্রশাসন ভারতের সমর্থনে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে। আফগান তালেবানের ক্ষমতায় আসার পর ২০২১ থেকে পাকিস্তানি তালেবান দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে।
পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করতে দেবে না।