×

অন্যান্য

মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা নিয়ে নাহিদের স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা নিয়ে নাহিদের স্ট্যাটাস

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টা পরিষদের ভেতরে উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ করা এবং তাকে হত্যার মৌন (নীরব) সম্মতি তৈরি করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একজন চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে লন্ডনে হামলার চেষ্টা দেখা গেছে। এর আগে আমেরিকায়ও একই ধরনের হামলা এবং অপদস্থ করার প্রচেষ্টা হয়েছিল। বারবার এই ধরনের আক্রমণের লক্ষ্য করা হচ্ছে—কারণ, তাঁর মতে, মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী সময় অন্যরাও টার্গেট হতে পারে; আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। তিনি গোপালগঞ্জে ফ্যাসিস্টদের রূঢ় আচরণও স্মরণ করেন।

আরো পড়ুন : অবশেষে জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

নাহিদ বলেন, মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারা নিজেও ভোগ করবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে এবং কিছু গ্রুপ প্রতিক্রিয়া ও প্রতিশোধের রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চেষ্টা করছে। সময়ই প্রমাণ করবে মাহফুজ আলম যে সঠিক ছিল, যদি তিনি ততদিন বেঁচে থাকেন।

নাহিদ দাবি করেন, মাহফুজ আলমের ওপর শান্তিপূর্ণভাবে করা হামলার ঘটনার পরও অন্তর্বর্তী সরকারটি কখনও শক্ত পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব পর্যন্ত এ বিষয়ে কড়া ভাষায় কোনো বক্তব্য দেয়নি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেই মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যা-নির্বাচিত একটি নীরব সম্মতি তৈরি হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।আমরা এগুলো মনে রাখব এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি করেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App