×

পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায়

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালানোর পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার অভিযোগের পর দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘাতের খবর এসেছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে তারা ‘পূর্ণ শক্তিতে’ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের দাবি, সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলি চলছে।

অন্যদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান বাহিনী তিনটি পাকিস্তানি সীমান্ত চৌকি দখল করেছে। তবে পাকিস্তানি সেনারা পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান চৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগানিস্তানের দিকে গোলা ও গুলি ছোড়া হচ্ছে, যার আলোয় রাতের আকাশ আলোকিত হয়ে উঠছে।

এর আগে, গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। যদিও ইসলামাবাদ এই হামলার বিষয়টি না স্বীকার করেছে, না অস্বীকার করেছে। তবে তারা কাবুলকে সতর্ক করে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আর আশ্রয় না দিতে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আফগান বাহিনী বিনা উসকানিতে সীমান্তের একাধিক পাকিস্তানি চৌকিতে হামলা চালায়, যার জবাবে পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান, ট্যাংক ও আধুনিক অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাল্টা আক্রমণে আফগানিস্তানের বেশ কয়েকটি সীমান্তচৌকি ও সশস্ত্র অবস্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, এই অভিযান ছিল পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাব। তিনি জানান, স্থানীয় সময় মধ্যরাতে সংঘর্ষের সমাপ্তি ঘটে।

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

বেসিসের ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন

আবারও কমল স্বর্ণের দাম

আবারও কমল স্বর্ণের দাম

ড্যাফোডিলের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সিটি’র শিক্ষার্থীরা

ড্যাফোডিলের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন সিটি’র শিক্ষার্থীরা

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরার

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App