ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৯ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।
মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ সময় ১৯ আগস্ট। ২৫ শে আগস্ট দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের পরপরই ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। এবার হলের বাইরে ছয়টি কেন্দ্রে প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন। সর্বশেষ ২০১৯ – ২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল।