×

রাজনীতি

মানুষ আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম

মানুষ আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিরোধ আর প্রতিশোধের রাজনীতি চায় না। জনগণ চায় রাজনীতির গুনগত পরিবর্তন। রোববার (৩ আগস্ট) ঢাকার শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এই দেশে পরিবর্তন আসবেই। আর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবে ছাত্রসমাজ। আমাদের ইতিহাসের সব মহান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল তারুণ্য—আজও তাই হবে। ছাত্রদলের প্রতিটি কর্মীই হবে জনগণের প্রতিনিধি, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি স্কুল পর্যায় থেকে শুরু করে আগামী দিনের কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে। এবং আমাদের দলের থেকে যারা অভিজ্ঞ তারা সেই কাজগুলো তৈরি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমুদ্র উপকূলে আরবের খেজুর চাষে সফল কলাপাড়ার দুই সহোদর

সমুদ্র উপকূলে আরবের খেজুর চাষে সফল কলাপাড়ার দুই সহোদর

এনসিপির সভাস্থলে তল্লাশি চালায় ডগ স্কোয়াড ও বিস্ফো'রক বিশেষজ্ঞরা

এনসিপির সভাস্থলে তল্লাশি চালায় ডগ স্কোয়াড ও বিস্ফো'রক বিশেষজ্ঞরা

যে কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

যে কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

এনসিপিকে নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আউয়াল

এনসিপিকে নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আউয়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App