×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

সেদিন নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার অসুস্থতা শুরু। যথাযথ চিকিৎসা না পাওয়ায় আজ তিনি গভীর সংকটে।

তিনি আরও জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার তাকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে।

রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষও দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয় বেগম জিয়ার সুস্থতার জন্য।

এদিকে, এদিন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রবিবার (৭ ডিসেম্বর) লন্ডন নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ

সোনারগাঁওয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App