×

রাজনীতি

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

মো. শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, জনগণ ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে, ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে স্বৈরাচার ও নির্যাতন পুনরায় ফিরে আসবে না। নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, গণমানুষের অধিকার অক্ষুণ্ন থাকবে এবং পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ে বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল।  বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।    

তিনি বলেন, মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়।  আপনার যেখানে আনন্দ লাগে, শান্তি লাগে, সেখানে যেতে পারেন।  মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পার্ট।  

মাজার আঙ্গিনা ঘুড়ে দেখে প্রেস সচিব বলেন, বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে।  দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন।  আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।   

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়।  দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়।  ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে।  সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। 

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

আমরা চাঁদা-দুর্নীতিতে জড়াবো না: জামায়াত আমির

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App