×

রাজশাহী

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতঙ্কে জনজীবন

গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব জনজীবনে নতুন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ছবি : ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব জনজীবনে নতুন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে কুকুরের ধাওয়া বা আক্রমণের ঘটনা। রাস্তায় বের হলেই শিক্ষার্থী, অভিভাবক, নারী ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিশেষ করে রাতের বেলায় দলবেঁধে কুকুরের উৎপাত বেড়ে যায়, যা পথচারী থেকে শুরু করে মোটরসাইকেল, রিকশা, সিএনজি যাত্রীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। এমনকি ছাগল, ভেড়া, হাঁস-মুরগির মতো ছোট প্রাণীরাও রেহাই পাচ্ছে না।

সরজমিনে দেখা গেছে, রহনপুর পৌর এলাকা এবং উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মোড়, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ৭-৮টি করে সংগবদ্ধ কুকুরের দল ঘোরাফেরা করছে। এতে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে যাতায়াত করছে।

শিক্ষার্থী সানজিদা শারমিন বলেন, প্রায়ই একসঙ্গে ৯-১০টি কুকুর দেখা যায়। ভয় পেয়ে দূর দিয়ে ঘুরে যেতে হয়। অভিভাবক মেসবাহুল ইসলাম বলেন, প্রাথমিক স্কুলে পড়ুয়া মেয়েকে এখন প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতে হয়। রাস্তায় এত কুকুর, যে কোনো সময় কামড়াতে পারে।

আরো পড়ুন : প্রতিমা তৈরিতে দ্বিগুণ খরচ, বাড়েনি পারিশ্রমিক

অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম জানান, কুকুর কামড়ালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পাওয়া যায় না। এতে ভুক্তভোগীরা মানসিক ও আর্থিক কষ্টে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, গত অর্থবছর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১২৪ জন রোগী কুকুরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ নেই, নতুন করে চাওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, গত অর্থবছরে ২৮ জন আক্রান্ত রোগীকে ৪০ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়ে ভ্যাকসিন কেনার ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারি ভ্যাকসিন সরবরাহ থাকলে এ বিড়ম্বনা কমবে।

প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম জানান, কুকুরের দল ময়লার ভাগাড়ে খাবার সংগ্রহ করে দলবেঁধে অবস্থান নেয়, যা উপদ্রব বাড়াচ্ছে। প্রতিবছর যদি বেওয়ারিশ কুকুরকে রেবিস ভ্যাকসিন দেওয়া যেত, তাহলে জলাতঙ্কের ঝুঁকি কমত। কিন্তু সরকারি উদ্যোগ না থাকায় তা সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, বেওয়ারিশ কুকুর এখন বড় নাগরিক সমস্যা। প্রতিদিনের আতঙ্ক কমাতে পরিচ্ছন্নতা বাড়ানো, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলব: ড. ইউনূস

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App