×

ঢাকা

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি, দখলবাজি, হুমকি ও হয়রানিমূলক মামলার ভয়ঙ্কর এক চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আর এই চক্রের মূল হোতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,  নির্মাণকাজ থেকে শুরু করে দোকান বসানো পর্যন্ত সবকিছুতেই চাঁদা দাবি করেন তিনি ও তাঁর অনুসারীরা। চাঁদা না দিলে থেমে যায় কাজ, চলে হামলা, পরে দেওয়া হয় সাজানো মামলা। 

রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজেকে পরিচয় দেয় ব্যবসায়ী, শিক্ষিত রাজনীতিক হিসেবে। তবে ফতুল্লার মানুষ তাকে চেনে একজন ভয়ংকর চাঁদাবাজ হিসেবে। ওর নজর যার ওপর পড়ে তাকে হয় চাঁদা  নয়তো এলাকা ছাড়তে হবে। আর এ দুইটির একটিও যে করবে না তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে রিয়াদ। চাঁদা না দেয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক  এক ব্যক্তিকে ২/৩ টি মামলা দিয়েছে রিয়াদ। হত্যা মামলাসহ পিটিয়ে মানুষ মেরে ফেলার অভিযোগ ও আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে দল থেকে বহিষ্কার ও হয় রিয়াদ, একইসঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিমানবন্দর থেকে আটক ও করা হয়। কিছুদিন পর জামিনী মুক্তি পেয়ে এসবের কিছুই মনে করেন না রিয়াদ চৌধুরী। তিনি বলেন, টাকার দিলেই সব ম্যানেজ করা যায়। 

আরো পড়ুন : ড্রামে খণ্ডিত মরদেহ, হত্যাকাণ্ডের নেপথ্যে যেকারণ

নিজ দল বহিষ্কার হলেও তার গড়ে ওঠা বাহিনী দিয়ে চালিয়ে যাচ্ছে অপকর্ম। হুমকি ধামকি এবং ভয়ে দিন পার করছে কারখানা মালিকরা তাদের অভিযোগ, ঝুট (পরিত্যক্ত কাপড়) ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে তালিকা তৈরি করে রিয়াদ মোহাম্মদ চৌধুরী। সেই তালিকা অনুযায়ী ব্যবসা না দেওয়ায় কারখানায় হামলা ও ভাঙচুর করা হয়।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে রিয়াদ। বিএনপির হাই কমান্ডের নানা জনের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই আতঙ্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলছেন,  রিয়াদ যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়ে আসতে পারে তাহলে ফতুল্লায় আর ব্যবসা করা যাবে না। নতুন করে আবার সন্ত্রাসী তাণ্ডব চালাবে। সরজমিন ঘিয়ে দেখা গেছে, রিয়াদের ভয়ে এখনো অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকতে পারছেন না অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মুখে। অনেকেই রিয়াদের দেওয়া ভুয়া মামলায় পালিয়ে বেড়াচ্ছেন। 

রিয়াদের এই তাণ্ডব থেকে মুক্তি পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার চান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

সরকারকে রিজভীর প্রশ্ন গণভোটে কোনো প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়

বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে?

বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে?

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App