×

যুক্তরাষ্ট্র

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

কয়েক দিনের মধ্যে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দাবি করতে পারেন তিনি।

২০১২ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণ ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ভুলভাবে সম্পাদিত হয়েছে বলে বিবিসি ক্ষমা চেয়েছে। তবে তারা জানিয়েছেন, এর জন্য ক্ষতিপূরণের কোনো আইনি ভিত্তি নেই। ওইদিন ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলে হামলা চালায়; সম্পাদিত ভাষণে মনে হতে পারে ট্রাম্পই হামলা উসকে দিয়েছেন। বাস্তবে তিনি সেরকম কোনো উসকানিমূলক কথা বলেননি, বরং রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

আরো পড়ুন : সিরিয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ট্রাম্পের

ভুল সম্পাদনা ও পক্ষপাতজনিত অভিযোগের কারণে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা কয়েক দশকের মধ্যে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সঙ্কট সৃষ্টি করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে তথ্যচিত্র প্রত্যাহার করতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, না হলে অন্তত ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা হতে পারে বলে জানানো হয়েছে।

বিবিসি ক্ষমা চেয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছে এবং তথ্যচিত্র পুনঃপ্রচার করবে না বলেছে। তবে ক্ষতিপূরণের বিষয়ে রাজি নয়।

শুক্রবার ফ্লোরিডা থেকে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ১০০ কোটি থেকে শুরু করে ৫০০ কোটি ডলার পর্যন্ত মামলা করবো। তারা স্বীকার করেছে, কিন্তু যথেষ্ট নয়। তিনি আরো বলেন, ভাষণের দুটি অংশকে একত্রিত করা হয়েছে, একটির থেকে আরেকটির দূরত্ব এক ঘণ্টার বেশি। সম্পাদিতটা দেখলে আমি খারাপ ব্যক্তি মনে হই, আসলটা দেখলে বোঝা যায় শান্তিপূর্ণ বক্তব্য ছিল।

এছাড়া ট্রাম্প জানান, তিনি শনি-রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে এই বিষয়ে আলোচনা করবেন। তিনি মন্তব্য করেছেন, স্টারমার খুবই লজ্জিত হলেও তার জন্য যথেষ্ট নয়।

ব্রিটিশ টিভি চ্যানেল জিবি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভাষণ সম্পাদনা করা অবিশ্বাস্য। এটা ভুয়া, অন্যায় এবং নির্বাচনে হস্তক্ষেপের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রামে খণ্ডিত মরদেহ, হত্যাকাণ্ডের নেপথ্যে যেকারণ

ড্রামে খণ্ডিত মরদেহ, হত্যাকাণ্ডের নেপথ্যে যেকারণ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App