×

রংপুর

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। ছবি : ভোরের কাগজ

উজানের পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। এতে করে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ নতুন করে প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার পর থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার চেয়ে ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল (৫২ দশমিক ১৭ মিটার)। সকাল ৯টায় সেটি বিপৎসীমায় পৌঁছায় এবং দুপুরের মধ্যে ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

এ নিয়ে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

আরো পড়ুন : চার বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই নদীর পানি ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে অনেক ফসলি জমি তলিয়ে গেছে। পানি এমন গতিতে বাড়তে থাকলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো দ্রুতই ডুবে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে বড় ধরনের বন্যার শঙ্কা আপাতত নেই। পুরো পরিস্থিতি আমরা মনিটর করছি, নদীর পানির প্রবাহের দিকেও নিয়মিত নজর রাখা হচ্ছে।

তিস্তার পাড়ের অনেকেই জানিয়েছেন, নদীর পানি বেড়ে যাওয়ায় তাঁরা রাত কাটাচ্ছেন উৎকণ্ঠায়। বাঁধ ভাঙা বা হঠাৎ প্লাবনের আশঙ্কায় অনেকে গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখছেন।

পাউবো জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমুদ্র উপকূলে আরবের খেজুর চাষে সফল কলাপাড়ার দুই সহোদর

সমুদ্র উপকূলে আরবের খেজুর চাষে সফল কলাপাড়ার দুই সহোদর

এনসিপির সভাস্থলে তল্লাশি চালায় ডগ স্কোয়াড ও বিস্ফো'রক বিশেষজ্ঞরা

এনসিপির সভাস্থলে তল্লাশি চালায় ডগ স্কোয়াড ও বিস্ফো'রক বিশেষজ্ঞরা

যে কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

যে কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

এনসিপিকে নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আউয়াল

এনসিপিকে নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আউয়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App