×

রংপুর

লালমনিরহাটে ৫ থানার ওসিদের একযোগে বদলি

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

লালমনিরহাটে ৫ থানার ওসিদের একযোগে বদলি

ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলায় পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) একযোগে রদবদল করা হয়েছে। রংপুর রেঞ্জের নির্দেশে জারি হওয়া এই বদলি আদেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশালী করা এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যই গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রদবদল হওয়া পাঁচ থানার নতুন ওসির তালিকা নিচে—

১. লালমনিরহাট সদর থানা: নতুন ওসি মো. আব্দুল মতিন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। বিপি নম্বর: ৯৩০২০১৮৮৮৭।

২. কালীগঞ্জ থানা: নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন আবু সিদ্দিক। তার নিজ জেলা নেত্রকোনা। বিপি নম্বর: ৮৩১১৩২৮২৪।

৩. আদিতমারী থানা: ওসি পদে নিয়োগ পেয়েছেন মো. নজরুল হক। তার বাড়ি নীলফামারীতে। বিপি নম্বর: ৮৮৪৩৮৮৩৭৫।

৪. পাটগ্রাম থানা: নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নজরুল হক। তিনি নাটোর জেলার বাসিন্দা। বিপি নম্বর: ৮৩১১০৩৮০৭।

৫. হাতীবান্ধা থানা: ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাহির মোহাম্মদ আসাদুল্লা। তার বাড়ি মানিকগঞ্জে। বিপি নম্বর: ৭১০৪০৮৮১৮।

জেলা পুলিশ সূত্র জানায়, এই প্রশাসনিক রদবদলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুসংহত হবে এবং থানাগুলোর সেবা আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নতুন কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর থানা পর্যায়ে এমন ব্যাপক পরিবর্তন নতুন উদ্দীপনা তৈরি করবে এবং সেবা প্রাপ্তি ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

লালমনিরহাটে ৫ থানার ওসিদের একযোগে বদলি

লালমনিরহাটে ৫ থানার ওসিদের একযোগে বদলি

আগুন ঝুঁকিতে রাজধানী, প্রস্তুতি-নজরদারী সীমিত

আগুন ঝুঁকিতে রাজধানী, প্রস্তুতি-নজরদারী সীমিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App