×

রংপুর

হিমেল হাওয়ায় নীলফামারীতে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

হিমেল হাওয়ায় নীলফামারীতে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন

ছবি : সংগৃহীত

উত্তরের জেলা নীলফামারীতে হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের দাপটে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, ব্যাঘাত ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সরেজমিনে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ঠিকভাবে ছড়াতে পারছে না, ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় রাস্তাঘাট, বাজার ও শপিংমলে লোকজনের উপস্থিতি কমে গেছে। সরকারি-বেসরকারি অফিসে চাকরিজীবীরা এলেও কাজকর্মে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। জীবিকার তাগিদে বের হওয়া নিম্ন আয়ের মানুষদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

শহরের রিকশাচালক হালিম আলি বলেন, সকালে রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু কুয়াশা আর তীব্র শীতের কারণে মানুষ গাড়িতে উঠছে না।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, তীব্র শীতের কারণে জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। শীতজনিত রোগে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এ সময় তাদের চলাচলে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, আজ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সপ্তাহজুড়ে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আগামী দিনে শীত ও কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, শীত মোকাবিলায় জেলার ছয় উপজেলায় ৩৬ লাখ টাকা এবং ৭ হাজার ৫০০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরো শীতবস্ত্রের জন্য পুনরায় আবেদন করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

এনসিপি ছেড়েছি, রাজনীতি নয়: তাজনূভা জাবীন

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

আসন সমঝোতায় ঐকমত্য, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আট দলের

আসন সমঝোতায় ঐকমত্য, বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আট দলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App