রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম

রাশিয়ার ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।
রিখটার স্কেলে এটিকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। এই শক্তিশালী কম্পনের পর জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোরে কামচাটকা উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় একে “গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প” হিসেবে আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং উপকূলীয় কিছু অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানও তার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং ঢেউ ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হতে পারে।
আরো পড়ুন : চীনে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ৩০ জনের মৃত্যু
তাইওয়ানও সম্ভাব্য সুনামির কারণে সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরো দুটি কম্পন রেকর্ড করা হয়েছে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেছেন, পরিস্থিতি গুরুতর এবং জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি আল জাজিরাকে বলেন, এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যৌক্তিক।
আঞ্চলিক কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো উপকূলীয় মানুষকে সৈকত থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছে।