ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকেছে আকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম

ছবি : সংগৃহীত
রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। আগ্নেয়গিরি থেকে ছাইয়ের স্তম্ভ ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে, যা অঞ্চলটিকে ছাইয়ে আচ্ছন্ন করে ফেলেছে। যে কোনো সময় বড় ধরনের লাভার উদগিরণের শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ক্রমেই বিস্ফোরকভাবে ছড়িয়ে পড়ছে। ছাইয়ের স্তম্ভ ইতোমধ্যে আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই নির্গমনের আশঙ্কা রয়েছে। এর ফলে নিচু উড়ন্ত বিমান চলাচলে বিপর্যয় ঘটতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
আরো পড়ুন : রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ইনস্টিটিউট আরো জানিয়েছে, আগ্নেয়গিরির গর্তটি প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে এবং যে কোনো সময় লাভা প্রবাহিত হতে পারে। এ কারণে আঞ্চলিক বিমান চলাচলে ‘কমলা রঙের’ সতর্ক সংকেত জারি করা হয়েছে। যদিও আন্তর্জাতিক বিমান চলাচলের মূল রুটগুলো এই অঞ্চল অতিক্রম করে না।
এর আগে বুধবার ভোরে কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ৪ মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়। জাপানেও সুনামির প্রথম ঢেউ পৌঁছেছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য বিপদের বিষয়ে স্থানীয়দের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে।