×

ক্রিকেট

শততম টেস্টে সেঞ্চুরি

ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম

ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

শুধু মাইলফলকই নয়, স্মরণীয় এক অর্জনে শততম টেস্টকে রাঙালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে অংশ নেওয়ার পর, সেই ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন তিনি।

বুধবার প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক বৃহস্পতিবার (২০ নভেম্বর) ক্রিজে নেমেই ইতিহাস ছুঁয়ে ফেলেন। লিটন দাসের নেওয়া সিঙ্গেলের পর জর্ডান নিলের ওভারে স্কয়ার লেগে শট খেলেই পূর্ণ করেন অপেক্ষার মাত্র এক রান। সেঞ্চুরির পর দু’হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিজ্ঞ ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে এটি শততম টেস্টে সেঞ্চুরির দ্বাদশ ঘটনা। মুশফিক এই তালিকার ১১তম ক্রিকেটার। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সাম্প্রতিক সময়ে জো রুট ও ডেভিড ওয়ার্নার তাদের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

সেঞ্চুরি করে মুশফিক আরেকটি মাইলফলক স্পর্শ করেন—বাংলাদেশের হয়ে টেস্টে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ১০৬ রানে তিনি থামেন। ম্যাথু হাম্প্রিসের হালকা বাউন্সারে স্লিপে অ্যান্ডি বালবার্নির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২১৪ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে ১০৮ রানের জুটি, ৩১০ রানে পড়ে বাংলাদেশের পঞ্চম উইকেট।

মুশফিক আউট হওয়ার পরই লিটন দাস চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের ২০তম টেস্ট হাফসেঞ্চুরি। তার সঙ্গে ক্রিজে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বুধবার প্রথম দিন বাংলাদেশ দিন শেষ করেছিল ৪ উইকেটে ২৯২ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

শততম টেস্টে সেঞ্চুরি ইতিহাসে কিংবদন্তিদের কাতারে মুশফিক

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App