×

রাশিয়া

১৩০ বছরের মধ্যে ভয়াবহতম তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

১৩০ বছরের মধ্যে ভয়াবহতম তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া

ছবি : সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড হয়েছে। টানা তুষারঝড়ের কারণে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। শহর, জনপদ ও সড়কপথ ঘন বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কামচাটকার বিভিন্ন শহরে ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। ভারী তুষারের চাপ ও তুষারধসের ঘটনায় প্রাণহানির খবরও পাওয়া গেছে।

পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় গত ১৫ জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে জরুরি অবস্থা ঘোষণা করেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ। তিনি বলেন, সময়মতো ভবনের ছাদ থেকে বরফ অপসারণ না করায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে।

আরো পড়ুন : ২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

প্রবল তুষারপাতের ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষকে ঘরেই থাকতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে দূর থেকে কাজ করছেন।

বরফে ঢাকা সড়কের কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রুটি, দুধ ও ডিমের মতো প্রয়োজনীয় খাদ্যপণ্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাসের সঙ্গে টানা তুষারপাত হচ্ছে। এই পরিস্থিতি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত কামচাটকা অঞ্চলেও এবারের তুষারপাত অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এ দুর্যোগকে ‘তুষার বিপর্যয়’ হিসেবে বর্ণনা করছেন।

সূত্র: এশিয়ান মেইল


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

আসিফ নজরুল চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

পে কমিশনের সুপারিশ জমা হবে যেদিন

সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

ওসমান হাদি হত্যা মামলা সিআইডিকে তদন্ত প্রতিবেদন দিতে আরো ৫ দিনের সময়

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App