×

দক্ষিণ আমেরিকা

ট্রুডোর উত্তরসূরি হচ্ছেন কে, জানা যাবে যখন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

ট্রুডোর উত্তরসূরি হচ্ছেন কে, জানা যাবে যখন

ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যা তার নয় বছরের শাসনের সমাপ্তি ঘটিয়েছে। দলের নেতাকর্মীদের চাপ এবং নির্বাচনী জরিপে নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচনের জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় লিবারেল পার্টির জাতীয় বোর্ডের পরিচালকরা নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, ৯ মার্চের মধ্যেই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এদিনই নতুন নেতার নাম ঘোষণা করা হবে।

নেতা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। এতে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ডলার ফি জমা দিতে হবে। নির্বাচিত নেতা ২০২৫ সালের সাধারণ নির্বাচনে দলকে বিজয়ের পথে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রুডো বলেন, “আমি নতুন নেতৃত্বকে জায়গা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন নেতৃত্ব আমাদের দলকে শক্তিশালী করবে এবং জনগণের স্বার্থ রক্ষা করবে।”

দলীয় নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত ট্রুডো দায়িত্ব পালন করবেন। লিবারেল পার্টি আশাবাদী যে নতুন নেতা দলের নেতৃত্বকে নতুন মাত্রায় নিয়ে যাবেন এবং পরবর্তী নির্বাচনে সফলতার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

রাজনীতি নয়, দেশ আগে

রাজনীতি নয়, দেশ আগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App