×

খেলা

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে ২ পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে ২ পরিবর্তন

ছবি: সংগৃহীত

ভুটানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতেও একই লক্ষ্য নিয়ে মাঠ নামছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বিশ্বনাথ ঘোষ ও রাকিব হোসেনের মোহাম্মদ ঈসা ফয়সাল ও ইমন হোসেন জায়গায় খেলবেন। ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া। তার পরিবর্তে তপু বর্মণ অধিনায়কত্ব করেছিলেন। এবার লাল-সবুজ জার্সিধারীদের সেই দায়িত্ব সামলাবেন সোহেল রানা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার সঙ্গী হৃদয়।

গোলবারের নিচে মিতুল মারমাই আছেন। ডিফেন্সে তপু বর্মণ ও শাকিলকে সঙ্গে দেবেন ইসা ফয়সাসল ও সাদ উদ্দিন। 

দুই উইংয়ে ফাহিম ও আরেক সোহেল আছেন। আগের ম্যাচের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে শাহরিয়ার ইমন এবার শুরুর একাদশে আছেন।


বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App