×

খেলা

দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই বাংলাদেশ

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুলের ৮২ আর তাইজুলের ফাইফার ছাড়া বাংলাদেশের আর কেউই আর বলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি। প্রথম ইনিংসে লাল-সবুজের ৮ ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। মুমিনুল আর তাইজুলের ১০৩ রানের জুটিতে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে এক অঙ্কে সাজঘরে ফেরার তালিকা কমেছে। ৪১৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানে থেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন হতশ্রী পারফরম্যান্সে ধবলধোলাই এড়াতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানে হারলো স্বাগতিক দল।

ফলো-অনে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সাদমান ১৬ বলে ৬, জয় ৩১ বলে ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন। আর প্রথম ইনিংসে মান বাঁচানো মুমিনুল দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি।

এরপর জাকিরকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জাকির।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জাকির ৭, মুশফিক ২, মিরাজ ৬, শান্ত ৩৬ আর তাইজুল ১ রান করে প্যাভিলিয়নে ফিরলে দলীয় একশ'র আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে একশ পেরোয় দলীয় সংগ্রহ। নবম উইকেটে ৩৭ রান যোগ করেন তারা। তবে পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ৬৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত অঙ্কন। 

শেষদিকে হাসানও কিছুটা লড়াই চালিয়েছিলেন। তবে নাহিদকে আউট করে লাল-সবুজের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কেশব মহারাজ। ফলে ১৪৩ রানে অলআউট হয়ে ইনিংস ও ২৭৩ রান ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। ৩০ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন হাসান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইফার নেন কেশব মহারাজ। এ ছাড়া সেনুরান মুথুসামি ৪টি এবং ডেন প্যাটারসন এক উইকেট নেন। 

এই জয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। আর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেলো বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় পুরিয়ে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেন টনি ডি জর্জি। এ ছাড়াও সেঞ্চুরি করে ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার।

বাংলাদেশের হয়ে তাইজুল একাই ৫ উইকেট নেন। বাকি এক উইকেট নেন পেসার নাহিদ রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App