×

খেলা

মাহমুদউল্লাহর বীরত্বপূর্ণ ইনিংসের পর স্ত্রী মিষ্টির পোস্ট ভাইরাল, যা লিখলেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

মাহমুদউল্লাহর বীরত্বপূর্ণ ইনিংসের পর স্ত্রী মিষ্টির পোস্ট ভাইরাল, যা লিখলেন

মাহমুদউল্লাহ রিয়াদ

আফগানিস্তানের বিপক্ষে দুটিসহ সবশেষ ৪ ওয়ানডেতে যাচ্ছে-তাই ব্যাটিংয়ে সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সোমবার (১১ নভেম্বর) আফগানদের সঙ্গে অলিখিত ফাইনালে বুড়ো হাড়ের ভেলকি দেখান অভিজ্ঞ এই ক্রিকেটার। দলীয় বিপর্যয়ে ৯৮ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। 

মূলত মাহমুদউল্লাহর পায়ে ক্র্যাম্প থাকায় বীরত্বপূর্ণ প্রসঙ্গটি আলোচনায় এসেছে, ধারাভাষ্য বক্সেও এ নিয়ে আলোচনা চলেছে। আঘাত নিয়েও ব্যাট করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। শেষ বল পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন।

দলীয় ৭২ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা ছিল। এরপর অধিনায়ক মিরাজকে সঙ্গ নিয়ে ১৪৫ রানের জুটি গড়েন রিয়াদ। তবে নির্ধারিত ওভার শেষ হওয়ায় দুই রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। কিন্তু ৯৮ রানের ইনিংসেই তৃপ্ত মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

রিয়াদের এমন ইনিংসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুকরিয়া জানিয়ে মিষ্টি লিখেছেন, ‘সেঞ্চুরির জন্য হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য। তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ, আলহামদুলিল্লাহ।’

এদিকে পায়ে ক্র্যাম্প নিয়ে ম্যাচ চলাকালে চিকিৎসাও নেন মাহমুদউল্লাহ। ফিজিওকেও ডেকে নিয়েছিলেন। খোঁড়াতেও দেখা যায় তাকে। যা নিয়ে ম্যাচ চলাকালে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, ‘খোঁড়ানোর সময়ই বেশি ভালো ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App