×

খেলা

ফাইনালের পথে বাংলাদেশ, ১১৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

ফাইনালের পথে বাংলাদেশ, ১১৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের যুবাদের। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছে তারা। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে মাত্র ১১৬ রান অলআউট হয় পাকিস্তান।

এখন ফাইনালে বাংলাদেশের ফাইনালে উঠতে দায়িত্ব ব্যাটারদের কাঁধে। ব্যাট হাতে ১১৭ রান করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।

সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে।

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিং করছেন বাংলাদেশের যুবারা। আশা করা যায়, হেসেখেলেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App