×

খেলা

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তামিম, শহীদ আফ্রিদিকে যা বললেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তামিম, শহীদ আফ্রিদিকে যা বললেন

ছবি: সংগৃহীত

২০২৩ সালে আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দুই দিন পার না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। নানা নাটকীয়তার পর ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমকে। সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

জাতীয় দল থেকে দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবাল খেলা চালিয়ে যাচ্ছেন। গত বছর নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতিয়েছেন। খেলেছেন ডিপিএল এবং এনসিএল টি-টোয়েন্টিতেও।

আরো পড়ুন: মাঠ ছেড়েছেন বুমরাহ, শঙ্কা ভারত শিবিরে

চলতি বিপিএলেও ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আগামী মাসেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল- এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন থেকেই। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তামিম।

সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে জাতীয় দলে খেলার বিষয়ে আলাপ হয়েছে শহীদ আফ্রিদির। বিপিএলে চট্টগ্রাম কিংসের মেন্টর ও অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন এই পাকিস্তানি কিংবদন্তি। বিপিএল খেলতে আসা মোহাম্মদ নবিসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে নৈশভোজ করছিলেন আফ্রিদি। সেখানে উপস্থিত ছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও আফ্রিদির জামাতা শাহিন আফ্রিদিও।

আরো পড়ুন: ১৮৫ রান করেও লিড পেল ভারত

রাতের খাবার গ্রহণের সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’

জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে... জাতীয় দলে আর খেলছি না।’

তবে তামিম তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো বিসিবিকে জানাননি। তাই এটিই যে তার চূড়ান্ত সিদ্ধান্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App