×

খেলা

শাহীনের উপর চড়াও হওয়া নিয়ে যা বললেন মানসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

শাহীনের উপর চড়াও হওয়া নিয়ে যা বললেন মানসি

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিশ্বের সেরা বোলারদের একজন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে বিশ্বের সেরা সেরা ব্যাটারদের নিয়মিত খাবি খাওয়াচ্ছেন। চলমান বিপিএলে খেলছেন শাহীন। তবে ফরচুন বরিশালের হয়ে সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বেদন মার খেয়েছেন শাহীন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর ১৮ দশমিক ২ ওভারে ১২৫ রানের সংগ্রহ পায় সিলেট। বাকি বোলাররা দারুণ করলেও শাহীন এদিন ছন্দে ছিলেন না। ৪ ওভারে ৪০ রান খরচায় ১ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে শাহীনের উপর চড়াও হওয়ার ব্যাপারটি খোলাসা করেন সিলেটের ব্যাটার জর্জ মানসি।

সংবাদ সম্মেলনে মানসি বলেন, ‘আসলে পাওয়ারপ্লেটা আপনি কাজে লাগাতে চাইবেন। যেই বল করুক না কেন, আপনি তাদের উপর চড়াও হতে চাইবেন। ভালো প্ল্যানে যেতে চাইবেন। তাদের চাপে ফেলতে চাইবেন। হোক তা শাহীন বা অন্য কেউ। অবশ্যই শাহীন দারুণ বোলার, পাকিস্তানের হয়ে ভালো করেছে। সাদা বলে দারুণ। পাওয়ারপ্লে কাজে লাগাতে চেয়েছি আমরা। ভালোই করেছি আজকে পাওয়ারপ্লেতে। যদিও কিছু উইকেট হারাতে হয়েছে। সামনে আশা করছি, কমপ্লিট পারফরম্যান্স পাওয়া যাবে।’

মানসি আরো বলেন, ‘ব্যাটিংয়ে দেখবেন, আমি ২০-৩০ রানের মধ্যে আউট হয়েছি। আমাদের আসলে আরো বড় রান করতে হবে। একজনের ৭০ রান করা বা একজন বোলারের ৩-৪ উইকেট নেওয়াটা মিসিং ছিল। আমার মনে হয়, কাছাকাছি আছি আমরা। ব্যাটার-বোলাররা শুরুটা ভালো করছে। আমাদের শুধু বেসিকটা লম্বা সময় ধরে করে যেতে হবে।’

উল্লেখ্য, চলমান বিপিএলে একদমই ছন্দে নেই সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা। ঘরের মাঠেও পরাজয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে সিলেট। আগামী ১০ জানুয়ারি ঘরের মাঠে সিলেটের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App