×

খেলা

রেকর্ড গড়েও আক্ষেপ থাকলো নাইমের!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

রেকর্ড গড়েও আক্ষেপ থাকলো নাইমের!

ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক আসরে ৫'শ রান করার নজির গড়েছেন মোহাম্মদ নাইম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ২২ বলে ১৯ রান করা ইনিংসে এবারের আসরে ৫'শ রান পূর্ণ করেন খুলনা টাইগার্সের হয়ে খেলতে নামা নাইম।

চলতি আসরে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি শতক ও ৩টি অর্ধশতকে ৫১১ রান করেছেন নাইম।

এর আগে ২০২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫১৬ রান করেছিলেন শান্ত। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক আসরে ৫শ রান করার নজির গড়েছিলেন শান্ত। এবার শান্তর পাশে নাম লেখালেন নাইম।

বিপিএলের এক আসরে অন্তত ৫শ রান করা তৃতীয় ব্যাটার হলেন নাইম। প্রথম ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে ৫শ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে এক সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন রুশো। যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরে কোন ব্যাটারের সর্বোচ্চ রান। ফলে চিটাগাং কিংসের বিপক্ষে বিদায়ের দিনে নাইম শেখকে থামতে হয়েছে শান্ত আর রুশোর রেকর্ডের খুব কাছ থেকে। এক বিপিএলে সবচেয়ে বেশি রানের তালিকাতেও রুশো আর শান্তর পরেই আছে নাইমের নামটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

মঙ্গোলিয়ায় জেসিআই স্টার লোকাল প্রেসিডেন্ট সম্মাননা পেলেন আবু সুফিয়ান নিলাভ

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

বাংলাদেশ কি শুধু রাজনীতিবিদদের ক্যারিয়ার গড়ার জন্য জন্মেছিল?

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইস’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

৫৩ বছরের বাজেট অব্যবস্থাপনা নিয়ে রাশেদ কাঞ্চনের নতুন বই ‘ফাইভ সি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App