×

খেলা

ঢাকায় পৌঁছে গেছেন ফাহামেদুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০১:৫২ পিএম

ঢাকায় পৌঁছে গেছেন ফাহামেদুল

ছবি: সংগৃহীত

   

আগামী ৩০ মে থেকে জাতীয় দলের জুন উইন্ডোর ক্যাম্প মাঠে গড়াবে। ওই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য দুদিন আগেই বাংলাদেশে পা রেখেছেন ফাহামেদুল ইসলাম।  আজ (২৮ মে) সকাল ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তাকে বরণ করে নিতে সেখানে সকাল থেকেই ভিড় করেছিলেন দেশের ফুটবল সমর্থকরা। বাফুফের প্রোটোকল অফিসারও তাকে নিতে বিমানবন্দরে যান।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের টিম হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। জাতীয় দলে ডাক পাওয়া বাকি সদস্যরাও ৩০ মে দলের সঙ্গে যোগ দেবেন। তবে ফাহামেদুল এলেন আর সবার আগে।

তার জাতীয় দলে ডাক পাওয়াটা অবশ্য নতুন কিছু নয়। সবশেষ মার্চ উইন্ডোতেও তিনি দলে জায়গা করে নিয়েছিলেন। তবে প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে ঢোকা হয়নি তার। সৌদি আরবে ক্যাম্প শেষেই ইতালি ফেরত যান তিনি।

এবার ফাহামেদুল অনুশীলন পর্বটা দেশেই সারবেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ডাক পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবে থেকে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট, জানা গেলো

কবে থেকে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট, জানা গেলো

মার্কেটরের ‘ব্যবসায় বাজিমাত’: দেশের প্রথম এজেন্সি-প্রযোজিত র‍্যাপ গান

মার্কেটরের ‘ব্যবসায় বাজিমাত’: দেশের প্রথম এজেন্সি-প্রযোজিত র‍্যাপ গান

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্থগিত

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্থগিত

উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App