মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার ছোটবেলার বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, তাসকিন ফোন করে তার বন্ধুকে ডেকে নিয়ে মারধর করেন এবং ভয়ভীতি দেখান। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। দুই বন্ধুর মধ্যে ঝগড়ায় তার নাম জড়িয়ে গেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই ক্রিকেটার।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাসকিন লিখেছেন, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে।
তিনি লেখেন, এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি, সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।
তবে এখনই আইনি কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে চাইছে পুলিশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেছেন, মিডিয়াতে খবরটি দেখে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।