টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ জুলাই) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৯১ রানে হারিয়েছে টাইগার যুবারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছিল তারা।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬১ বলে ৭০ রানের সূচনা পায় বাংলাদেশ। ৩১ রান করে থামেন ওপেনার রিফাত বেগ। এরপর দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন আরেক ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম। হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১৪৭ রানে আউট হন আবরার। ১২টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে ৮২ রান করেন আবরার।
উইকেটে সেট হয়ে ৩৪ রানে থামেন আজিজুল। অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডারে উইকেটরক্ষক মো: আব্দুল্লাহর হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আব্দুল্লাহ। জিম্বাবুয়ের তিন বোলার ২টি করে উইকেট নেন।
২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের সামনে বড় জুটি গড়তে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। এক প্রান্ত আগলে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার নাথানেইল হালাবাঙ্গানা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ব্র্যান্ডন সেনজেরা। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে বল হাতে ১৪ রানে ৩ উইকেট নেন আগের ম্যাচের নায়ক বাঁ-হাতি স্পিনার সামিউন বশির। ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ ও আজিজুল। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।