×

খেলা

দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। সোমবার (২৮ জুলাই) এস্তোনিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ বল করে ৫ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

এস্তোনিয়ার মাঠে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ফিনল্যান্ড। ১৭তম ওভারে প্রথমবারের মতো বোলিং আক্রমণে আসেন মহেশ। প্রথম দুই বলে ১০ রান দিলেও তৃতীয়, চতুর্থ ও শেষ বলে উইকেট তুলে নেন তিনি। 

এরপর ১৯তম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে এসে প্রথম দুই বলে উইকেট শিকার করেন ৩৯ বছর বয়সী পেসার। ফলে নিজের প্রথম ওভারের ৬ বলে এবং দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। 

এসময় এস্তোনিয়ার স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে আউট করেন মহেশ। বিশ্ব রেকর্ড গড়ার পথে বাহরাইনের জুনাইদ আজিজের পেছনে ফেলেন তিনি। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন জুনাইদ।

তবে টেস্ট প্লেয়িং দলগুলোর মধ্যে দ্রুত ৫ উইকেট শিকারের রেকর্ড রয়েছে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

রেকর্ড গড়া ম্যাচে মহেশের বোলিং পরিসংখ্যান ২ ওভার ১৯ রান ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় এস্তোনিয়া। জবাবে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড। 

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ফিনল্যান্ড। ২০২১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন মহেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোনে অভিযোগ!

ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

অর্থনীতি ক্রমে গভীর হচ্ছে সংকট, শঙ্কা বাড়ছে ব্যবসায়ীদের

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

উত্তরখানে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে এম কফিল উদ্দিন আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App