×

খেলা

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৭:২৬ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন চর্চায় উঠে এসেছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার (১৩ আগস্ট) রাতে মাত্র ২৫ বছর বয়সেই এনগেজমেন্ট সেরে ফেলেছেন তিনি। বিশিষ্ট শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন অর্জুন। এই অনুষ্ঠানে দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই খবর প্রকাশ্যে আসার পরেই চর্চা শুরু হয়েছে সানিয়াকে নিয়ে। যদিও স্পটলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। কে এই সানিয়া? তিনি এমন এক পরিবারের সদস্য যাদের কাছে মালিকানা রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কোয়ালিটি আইসক্রিম ও ব্রুকলিন ক্রিমারির। তবে নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রেখেছেন সানিয়া। সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি খুবই কম।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের স্নাতক সানিয়া, মুম্বাইয়ে ‘মিস্টার পজ’ নামে পোষ্যদের একটি সেলুন, স্পা ও স্টোরের মালিক। ২০২২ সালে এই স্টোর খোলেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে শচীন ও গোটা পরিবারের সঙ্গে দেখা গিয়েছে তাকে। ঘরোয়াভাবে এনগেজমেন্ট সারেন অর্জুন ও সানিয়া। তবে কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন সেটা জানা যায়নি।

পেশাদার ক্রিকেট খেলা শুরু করলেও এখন পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি অর্জুন। ২০২০-২১ সালে মুম্বাইয়ের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। জুনিয়র লেভেলে খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে।

পরে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেন অর্জুন। লাল বলের ক্রিকেটে গোয়ার হয়ে ১৭ ম্যাচে ৫৩২ রান করেন তিনি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ৫ ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

সালমানকে কষে থাপ্পড় মারেন নবীন অভিনেতা, কী পরিণতি তার?

শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয়: তদন্ত কমিটি গঠন

শেখ হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয়: তদন্ত কমিটি গঠন

গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল: অধ্যাপক ইউনূস

গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল: অধ্যাপক ইউনূস

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

বিয়ের পিঁড়িতে বসছেন শচীনপুত্র অর্জুন, পাত্রী সানিয়াকে নিয়ে হইচই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App