×

খেলা

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। 

এসএ টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে নিলামে উঠছেন সর্বমোট ৫৪১ জন খেলোয়াড়। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও লিটন দাস। 

নিলামের তালিকায় নাম তুলে চমক দেখিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ১১ বছর পর গত জুনে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে নামেন ৪৩ বছর বয়সী বোলার। এরপর গত মাসে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও মাঠে নামেন গতিতারকা। 

অ্যান্ডারসন ছাড়াও নিলামে ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস ও টম বেথেল। ২০২৪ সালের এসএ টোয়েন্টিতে ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন বেথেল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলংকার ২৪ জন, অস্ট্রেলিয়ার দু’জন এবং নেপাল থেকে মাত্র একজন খেলোয়াড় নিলামে নাম তুলেছেন। সর্বমোট ২৪১ বিদেশি খেলোয়াড়ের মধ্যে নিলামে বিক্রি হবেন ২৫ জন। 

দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার নিলামে উঠবেন। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে, সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে, সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর

এখন পর্যন্ত কত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো, বাংলাদেশ দিয়েছে কখন

এখন পর্যন্ত কত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো, বাংলাদেশ দিয়েছে কখন

এলডিসি উত্তরণ: রপ্তানি বাণিজ্যে গলার কাঁটা

এলডিসি উত্তরণ: রপ্তানি বাণিজ্যে গলার কাঁটা

খাদ্যচক্রে ভারী ধাতু নীরবে মৃত্যুর পথে নিচ্ছে মানুষকে

খাদ্যচক্রে ভারী ধাতু নীরবে মৃত্যুর পথে নিচ্ছে মানুষকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App