এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ফাইনালের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

ছবি: সংগৃহীত
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ফাইনালে একে অপরের মোকাবেলা করছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এই মহারণ দেখার জন্য সমর্থকদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। আর তাই তো ফাইনালের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
আয়োজক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ২৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন দুবাই স্টেডিয়াম ‘হাউজ ফুল’ হয়ে গেছে। মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে এখন মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে ২০ হাজার ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ১৭ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিল। ফাইনালে উত্তেজনা সবকিছুকে ছাপিয়ে গেছে। প্রথমবারের মতো এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সমর্থকদের মধ্যে আকর্ষণটা তাই একটু বেশি।
সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ভারত অবশ্য টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট পেয়েছে।
ভারতের কাছে এই টুর্নামেন্টে পাকিস্তান দুইবার পরাজিত হয়েছে। একবার গ্রুপ পর্বে, অন্যটি সুপার ফোরে। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটার ও বোলার নিয়ে ভারত অনেকটাই আত্মবিশ্বাসী। ওপেনার অভিষেক শর্মা ও স্পিনার বরুন চক্রবর্তী দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।