×

খেলা

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা-সমিতদের। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ০-১ গোলে হারায় বাংলাদেশ।

২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সেদিন বাংলাদেশ উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর ২২ বছর পর সেই ভারতের বিপক্ষে আজ জয়ের দেখা পেল বাংলাদেশ। দীর্ঘ প্রতিক্ষীত এই জয়ের পর মাঠের মাঝখানে খেলোয়াড়-কোচরা উল্লাসে ফেটে পড়েন। 

জাতীয় স্টেডিয়ামের ২৩ হাজার ৭১২ জন দর্শককে শুরুতেই আনন্দে ভাসিয়েছেন চোটের কারণে নেপালের বিপক্ষে না থাকা বাংলাদেশি ফরোয়ার্ড। ঠাণ্ডা মাথার দুর্দান্ত এক ফিনিশিংয়ে। ১১ মিনিটে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় বলকে জালে জড়ান। গোলটি তার ক্যারিয়ারের সপ্তম।

রাকিব হোসেনের পাসটাও ছিল দুর্দান্ত। বাঁ প্রান্ত দিয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে শেষ মুহূর্তে ডান পায়ে পাস বাড়ান তিনি। তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে ভুল করেননি মোরসালিন। গোলের সেই আনন্দ পরে পুরো গ্যালারিতে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে।

গোল পাওয়ার পর আরো কয়েকটি আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। তবে সে সব গোল পাওয়ার মতো ছিল না। অন্যদিকে ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগটা পেয়েছিল ম্যাচের ৩১ মিনিটে। গোলবার ছেড়ে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক খেলোয়াড়কে বল দেন গোলরক্ষক মিতুল মারমা। 

গোল শোধ দিতে মরিয়া ভারত অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ বাড়ায়। দ্বিতীয়ার্ধের প্রথম ৫ মিনিটে দুইবার সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল। তবে প্রতিবারই পোস্টের কাছ ঘেঁষে যায়। ৭০ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন মিতুল। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মোহাম্মেদ সানান। তবে অভিষিক্ত ফরোয়ার্ডের শট বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন বাংলাদেশি গোলরক্ষক। 

শেষ দিকে এসে বাংলাদেশকে বিপদ মুক্ত করেন মিতুল। প্রতি আক্রমণে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই গোল না পেলেও বহুল প্রতীক্ষিত জয় নিয়ে ঠিকই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, আক্রান্ত ৯২০

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, আক্রান্ত ৯২০

যে কারণে মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স

যে কারণে মুশফিককে ‘কিংবদন্তি’ বললেন ফিল সিমন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App