বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা।
আসলে বিষয়টি সময়ের অপেক্ষাই ছিল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নেবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।
স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ 'সি'তে খেলবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজের জানতে পেরেছে দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে।
