×

সিলেট

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৫০ এএম

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওরের প্রাকৃতিক পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকদের বহনকারী হাউসবোট চলাচল আপাতত বন্ধ থাকবে। পাশাপাশি হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

এছাড়াও জেলার অন্যান্য পর্যটন এলাকাগুলোতে ভ্রমণের সময় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রতি বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে জলজ প্রাণী ও পাখিদের প্রজননকাল শুরু হয়। এ সময় অতিরিক্ত নৌযান চলাচলের ফলে পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই হাউসবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া সময়োপযোগী এবং সঠিক পদক্ষেপ।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। গত ২০ বছরে এখানে প্রায় ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, যদিও এ নিয়ে কোনো সুনির্দিষ্ট গবেষণা হয়নি। এখন সময় এসেছে টাঙ্গুয়ার হাওর রক্ষায় সরকারকে গবেষণাভিত্তিক কার্যক্রম হাতে নেওয়ার।

তিনি আরো বলেন, এই হাওরে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান: প্রধান উপদেষ্টা

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

সকালে খালি পেটে যতটুকু পানি পান করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App