×

সিলেট

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ তরুণের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:০১ এএম

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ তরুণের

গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) গভীর রাতে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। তাদের নাম— রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রবি বুনার্জী (২০) নামে আরো একজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি: নতুন নতুন এলাকা প্লাবিত

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে পর্যাপ্ত বাতাস না থাকায় গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন ওই পাঁচজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই একে একে সবাই অচেতন হয়ে পড়েন।

তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত রবি বুনার্জীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, রাতে যাদের হাসপাতালে আনা হয়েছিল, চারজনই মৃত অবস্থায় আসে। আহত একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওসমানী মেডিকেলে রেফার করেছি। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তারা সেপটিক ট্যাংকের ভেতরে নেমেছিল। বিষক্রিয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

রান্না করা খাবার ফ্রিজে কত দিন রাখা যায়?

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করল অন্তর্বর্তী সরকার

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের উদ্বেগ, জবাব দিলো প্রেস উইং

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App