×

তথ্যপ্রযুক্তি

স্প্যানিশ প্রযুক্তিতে বিমান তৈরি করবে ভারত, কারখানা গুজরাটে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম

স্প্যানিশ প্রযুক্তিতে বিমান তৈরি করবে ভারত, কারখানা গুজরাটে

ছবি: সংগৃহীত

এখন থেকে স্প্যানিশ প্রযুক্তিতে ভারতের মাটিতেই নির্মিত হবে সি২৯৫ বিমান। মাঝারি আকারের এই উড়োজাহাটি মূলত কৌশলগত পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

এই বিমান নির্মাণ করা হবে গুজরাতের ভদোদরার একটি বিমান উৎপাদন কেন্দ্রে। সোমবার সেই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

প্রসঙ্গত, এরই মধ্যেই সি২৯৫ বিমানটি ইউরোপের ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ বিভাগের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে এই বিমান ভারতের বিমান পরিষেবা ও প্রতিরক্ষা-সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার (২৮ অক্টোবর) এই বিমান নির্মাণ কেন্দ্র উদ্বোধনের ঘটনাটি ভারতের ইতিহাসে একটি মাইলফলক বলে ব্যাখ্যা করছে সংশ্লিষ্ট মহল।

গত ১৮ বছরের মধ্যে এই প্রথম স্পেনের কোনো প্রেসিডেন্ট ভারত সফরে এলেন। এদিন মোদি ও সানচেজ, ভদোদরার টাটা অ্যাডভান্সড সিস্টেমস ক্যাম্পাসে অবস্থিত এই বিমান উৎপাদন কেন্দ্রটি একত্রে পরিদর্শন করেন।

তার আগে দুই রাষ্ট্রনেতা ভদোদরা শহরে আয়োজিত একটি রোড শোতে অংশগ্রহণ করেন। ভারত ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে এদিন মোদি ও সানচেজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রসঙ্গত, এয়ারবাস স্পেনের সঙ্গে যৌথভাবে এই বিমান নির্মাণ কেন্দ্রটি তৈরি করেছে ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস।

২০২১ সালের স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে, ২৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে মোট ৫৬টি এয়ারবাস সি২৯৫ বিমান কিনবে ভারতীয় বিমান বাহিনী। যার মধ্যে ৪০টি বিমান নির্মিত হবে ভদোদরার এই কেন্দ্রে। বাকি ১৬টি বিমান আসবে স্পেনের সেভিল থেকে।

সোমবার এই কেন্দ্র উদ্বোধন করার সময় মোদি তার ভাষণে বলেন, এই বিমান নির্মাণ কেন্দ্রটি ভারত ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নয়া মাত্রা দেবে। মোদির কথায় এই যৌথ উদ্যোগ- ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড’ (ভারতে নির্মিত, বিশ্বের জন্য নির্মিত) অভিযান এগিয়ে নিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীসহ সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

রাজধানীসহ সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

১০ লাখ টাকার ‘বাটন ফোন’ ব্যবহার করেন জনপ্রিয় নায়ক

১০ লাখ টাকার ‘বাটন ফোন’ ব্যবহার করেন জনপ্রিয় নায়ক

গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২,৬০০, গ্রেপ্তার ১৬৭

গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২,৬০০, গ্রেপ্তার ১৬৭

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না নিহতের পরিবার

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না নিহতের পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App