×

তথ্যপ্রযুক্তি

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে নোশনহাইভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:৩৭ পিএম

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে নোশনহাইভ

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে নোশনহাইভ

বিশ্বজুড়ে ইন্টিগ্রেটেড এজেন্সি মডেল দীর্ঘদিন ধরে প্রচলিত, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এখনও তুলনামূলকভাবে নতুন তবে নোশনহাইভ একমাত্র এজেন্সি যারা বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ডের মার্কেটিং থেকে শুরু করে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন সব কিছুই একটি টিমের মাধ্যমে, একই জায়গায় থেকে দিয়ে যাচ্ছে। কোথাও আলাদা করে ইন্সট্রাকশন দিতে হচ্ছে না, আলাদা আলাদা এজেন্সির সঙ্গে সময় ব্যয় করতে হচ্ছে না, নেই বাড়তি মেইনটেন্যান্স ঝামেলা।

বিশ্বের অনেক দেশে ‘ওয়ান স্টপ ডিজিটাল স্টুডিও’ বা ‘ফুল সার্ভিস এজেন্সি’ মডেল বেশ জনপ্রিয়। কিন্তু বাংলাদেশে ব্র্যান্ডিং এবং টেকনোলজি, এই দুইটি সেবা এখনও অনেক প্রতিষ্ঠান আলাদা আলাদা এজেন্সি থেকে নিয়ে থাকে। ফলে একাধিক টিম ম্যানেজ করা, বাজেট বেড়ে যাওয়া কিংবা কাজের মান কমে যাওয়া, এসব সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় । নোশনহাইভ বহু বছর ধরেই সেই দীর্ঘদিনের ব্যবধান দূর করার চেষ্টা করে আসছে। প্রতিষ্ঠানটি একইসাথে ইউআই/ ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল মার্কেটিং সবকিছু একত্রে দিচ্ছে।

এ বিষয়ে নোশনহাইভ জানায়, “এটি নতুন কিছু নয়, তবে বাংলাদেশের মার্কেটে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সত্যিই জরুরি ছিল এবং আমরা তা সফলভাবে করে দেখাচ্ছি। পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন দিতে আমরা আমাদের কাঠামোকে আরও শক্তিশালী করতে অভ্যন্তরীণ ট্রেনিং, ডেডিকেটেড টিম লিড এবং স্পেশালিস্টদের সমন্বয়ে কাজ করে থাকি। লক্ষ্য প্রতিটি ক্লায়েন্ট যেন এক জায়গা থেকেই বিশ্বমানের সেবা পায়।

এক ছাদের নিচে ব্র্যান্ডিং ও টেকনোলজি সেবা দেওয়ার এই মডেল বাংলাদেশের মার্কেটের জন্য নতুন দিগন্ত বয়ে আনবে। যেখানে সময়, মান এবং খরচ সবই গুরুত্বপূর্ণ, সেখানে একটি সমন্বিত ডিজিটাল স্টুডিও বাস্তবিক অর্থেই হতে পারে আধুনিক ব্র্যান্ডগুলোর জন্য নির্ভরতার জায়গা এমটাই মনে করে প্রতিষ্ঠানটি।

নোশনহাইভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://notionhive.com এই ঠিকানায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

কলকাতায় মেসির সফরে চরম অব্যবস্থাপনা, প্রধান আয়োজক আটক

কলকাতায় মেসির সফরে চরম অব্যবস্থাপনা, প্রধান আয়োজক আটক

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত ষড়যন্ত্র

তারেক রহমান বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত ষড়যন্ত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App