×

মেলা

যেভাবে সব সামলান আলিয়া

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যেভাবে সব সামলান আলিয়া

একদিকে সন্তান, অন্যদিকে হাতভর্তি কাজ। কিন্তু তাও দুটোকেই দক্ষ হাতে সামলে চলেছেন আলিয়া ভাট। আর এসব দায় দায়িত্বের মাঝে তাকে মন দিতে দেখা গেল খেলায়। হ্যাঁ, পিকলবল খেলতে দেখা গেল তাকে অন্যান্য বিভিন্ন কাজ, দায়িত্ব সামলে।

কী ঘটেছে? সম্প্রতি আলিয়া ভাটকে পিকলবল গেম খেলতে দেখা গেল। তবে একা নয়। ডবল গেম খেলেছেন তিনি। তাই তার সঙ্গে একই টিমে ছিলেন অভিনেতা আদিত্য শীল। তারা দুজন মিলে এক টিম হয়ে এই খেলাটি খেলেন।

একদিকে যখন হাতভর্তি কাজ, অন্যদিকে সংসার আর মেয়ে, মাতৃত্বের নানা দায়-দায়িত্ব তখন নিজেকে সব কাজের মধ্যেও ফিট রাখা জরুরি। আর সেই জন্যও তিনি বিভিন্ন খেলাধুলার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন।

আলিয়া ভাটকে শেষবার দেখা গিয়েছে জিগরা ছবিটিতে। সেখানে তাকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে। করেছেন ধুন্ধুমার অ্যাকশন। আগামীতে তাকে দেখা যাবে লাভ অ্যান্ড ওয়ার ছবিতে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সেই ছবিতে তার সঙ্গে থাকবেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

সম্প্রতি আলিয়া ভাট তার বেটার হাফ রণবীর কাপুর, মেয়ে রাহা কাপুর, শাশুড়ি নিতু কাপুর, ননদ ঋদ্ধিমা সাহানি কাপুর, মা সোনি রাজদান এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে বর্ষবরণ করতে বিদেশে ছুটি কাটিয়ে এলেন। যদিও কোথায় গিয়েছিলেন তারা সেটা জানাননি। কিন্তু তাদের সেই ট্রিপের একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘২০২৫ : ভালোবাসা সবার আগে থাকবে, বাকি সব পিছু পিছু আসবে।’ এছাড়া তাকে কিছুদিন আগে মুম্বাইয়ের ভার্সোভা জেটি থেকে নেমে অটোয় উঠতে দেখা গিয়েছে। যদিও আজকাল অনেকেই সেখান থেকে নৌকায় করে মধ দ্বীপে যাচ্ছেন শুটিং করতে। আলিয়াও গিয়েছিলেন।

- মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App