টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ এখনও বহু মানুষ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:২০ এএম

ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাসের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যজুড়ে চলছে বন্যার ভয়াবহতা। টানা বৃষ্টিপাত ও আকস্মিক প্লাবনে রাজ্যটির একাধিক অঞ্চলে বিপর্যয় নেমে এসেছে। এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কের কাউন্টিতেই মারা গেছেন অন্তত ৬৮ জন, যার মধ্যে ২৮ জনই শিশু।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকাজ অব্যাহত থাকলেও আবহাওয়ার মারাত্মক অবনতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। টেক্সাসের আবহাওয়া বিভাগ আগামী ২৪-৪৮ ঘণ্টায় আরো ঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে। এতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কের কাউন্টির পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া একাধিক মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি। নিখোঁজদের খোঁজে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান মোতায়েন করা হয়েছে।
রবিবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে জানান, এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের প্রত্যেকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন : নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইলন মাস্কের
তিনি আরো জানান, রাজ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে এবং ফেডারেল সরকার ইতোমধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিপর্যয়কে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এক ভয়াবহ জাতীয় ট্র্যাজেডি। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি।
ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাসের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন। গভর্নর অ্যাবটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে এখনও বন্যার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত এই দুর্যোগের সূত্রপাত করেছে। ইতোমধ্যে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে এবং নতুন করে সম্ভাব্য বন্যা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।