×

আওয়ামী লীগ

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৫১ এএম

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রশান্ত কুমার রায় নেত্রকোণার রাজনীতিতে আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা। ছবি : সংগৃহীত

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার সাবেক পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নেত্রকোণা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রশান্ত কুমার রায়ের অবস্থান টঙ্গীতে শনাক্ত করা হয়। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে নেত্রকোণায় নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল ও সমাবেশ হয়, যাতে নেতৃত্ব দেন প্রশান্ত কুমার রায় নিজে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী। তারা ছোট বাজার এলাকায় ভাঙচুর হওয়া পুরাতন দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

সমাবেশের পরেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রশান্ত কুমার রায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বর্তমান সরকারের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই ধরনের কর্মসূচিকে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক’ হিসেবে দেখা হচ্ছে। প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মামলাগুলোতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গ্রেপ্তারের পর তাকে নেত্রকোণা সদর থানায় নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রশান্ত কুমার রায় নেত্রকোণার রাজনীতিতে আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যা বললেন ভক্তরা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের প্রধান উৎস পাবনা মানসিক হাসপাতাল

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

হত্যাকারীকে গ্রেপ্তার না করলে জনগণই বিচার করবে, হুঁশিয়ারি সালমান শাহ ভক্তদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App