যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম

ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স আনা হয়। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটান এ বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের মধ্যাঞ্চলের ব্যস্ত ব্যবসায়িক এলাকায় এ হামলা ঘটে।
নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন এক পুলিশ কর্মকর্তা। ম্যানহাটানের ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ৫১তম স্ট্রিট এলাকায় অবস্থিত একটি অফিস ভবনে হামলাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ওই ভবনে একের পর এক ফ্লোরে গিয়ে গুলি ছোঁড়েন বন্দুকধারী।
পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্দেহভাজন বন্দুকধারী ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে নিহত বন্দুকধারীর নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন : থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক এক্স পোস্টে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তবে নিউইয়র্ক পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল এখন পুরোপুরি পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী নারী এএফপিকে জানান, ঘটনার সময় তিনি ওই ভবনের পাশেই ছিলেন। তিনি বলেন, আমি স্পষ্ট দেখেছি, বন্দুকধারী এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্যবস্তু হতে পারে ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়। ঘটনার পরপরই এলাকায় মজুদ করা হয় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স, উড়তে দেখা গেছে পুলিশ হেলিকপ্টার। সাংবাদিক ও সাধারণ মানুষকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। ম্যানহাটানের এই অংশে একাধিক পাঁচ তারকা হোটেল এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও বন্দুকধারীর উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে ব্যস্ত ম্যানহাটান এলাকায়।